ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস প্রতিরোধ পরিকল্পনা কংগ্রেসকে জানালেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
আইএস প্রতিরোধ পরিকল্পনা কংগ্রেসকে জানালেন ওবামা ছবি: সংগৃহীত

ঢাকা: দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনী প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত সামরিক পরিকল্পনা সম্পর্কে কংগ্রসপার্সনদের জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউসে বুধবার রাতে এ বিষয়ে কংগ্রসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রতিনিধিদের অবহিত করেন তিনি।



এ সময় বারাক ওবামা সামরিক কৌশল বিস্তারিত তুলে ধরেন। তিনি এটাও বলতে ভোলেননি যে, এই প্রতিরোধ হামলা মার্কিনিদের স্বার্থে করা হবে।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং আইএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারাক ওবামাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে ওবামার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এদিকে, মঙ্গলবার কংগ্রেস নেতৃত্ব এক বৈঠকে বসেন এবং তারা সিরিয়ায় ওবামার মিসাইল হামলার পরিকল্পনা আটকে দেন।

এ বছরের জুন মাসে ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী কিছু এলাকা দখল করে আইএস ‘খেলাফত রাষ্ট্র’ ঘোষণা করে।

এরপর তারা মার্কিনি দুই সাংবাদিকের শিরশ্ছেদ করেন। এ ছাড়া আইএস বাহিনীর অগ্রযাত্রা প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে সামরিক জেটের মাধ্যমে আইএস বাহিনীর ওপর বোমা হামলা চালাতে থাকে।

ইতোমধ্যে, ব্রিটেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে সেদেশের নাগরিকেরা জিহাদ করতে আইএস বাহিনীতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।