ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই শতাধিক প্রাণহানি

কাশ্মীরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
কাশ্মীরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রাজধানী শ্রীনগর এবং ‍উপত্যকার দক্ষিণাঞ্চলে এখনও লাখ লাখ মানুষ পানিবন্দি।



কয়েকদিনের টানা বর্ষণের পর আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় রাজধানী শ্রীনগরে বন্যার পানি কমতে শুরু করেছে। পাশাপাশি সচল হয়েছে উপত্যকার অনেক স্থানের টেলিযোগাযোগ ব্যবস্থা। তবে এখনও ৬ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিনানিপাত করছে।

জম্মু কাশ্মীরে গত ৬০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২শ’ মানুষ প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারের সহায়তায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে ৪৯ হাজার বন্যা দুর্গতকে।

বন্যায় পুরো কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক ভেঙ্গে পড়ায় দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। মোবাইল ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রত্যন্ত গ্রামগুলোতে আটকে পড়া মানুষ সাহায্যের আবেদন জানাতে পারছে না বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

বন্যায় এ পর্যন্ত আড়াই হাজার মোবাইল টাওয়ার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেবিনেট সচিব অজিত সেথ।

সাম্প্রতিক বন্যাকে শত বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা আখ্যায়িত করে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, তিনি জনগণের ক্ষোভ ও হতাশা উপলব্ধি করতে পারছেন। তবে তার সরকারের পক্ষে যতটুকু সম্ভব তার সবটুকুই করা হচ্ছে।   

এদিকে কাশ্মীরের সঙ্গে লাদাখের বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ সাত দিন পর পুনর্স্থাপিত হয়েছে। তবে কাশ্মীরের সঙ্গে ভারতের বাকি অংশের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন।

বন্যায় সমানভাবে আক্রান্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। সেখানেও প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।