ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে সৌদিতে কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
আইএস দমনে সৌদিতে কেরি

ঢাকা: সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে।

সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা।

এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন।

বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।

ধারনা করা হচ্ছে, আএসের ঘাঁটি বলে পরিচিত সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ই হতে পারে আলোচ্যসূচির প্রধান আলোচ্য বিষয়।

তাছাড়া সৌদির মাটিতে সিরিয়ান বিদ্রোহীদেরও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। সেসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানের পরিধি বাড়োনোর জন্য ওভারফ্লাইটের অনুমতি চাওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।