ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ধর্ষিতা বলে আমাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
‘ধর্ষিতা বলে আমাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি’ ছবি: প্রতীকী

ঢাকা: ধর্ষণের শিকার হয়েছেন বিধায় রেস্টুরেন্টে প্রবেশ করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বলে অভিযোগ করেছেন কলকাতার এক ইঙ্গ-ভারতীয় ‍নারী।

রোববার স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

২০১২ সালের ফেব্রুয়ারিতে কলকাতার প্রাণকেন্দ্রে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই নারী।

তিনি অভিযোগ করেন, কলকাতার দক্ষিণাঞ্চলের কালিঘাট এলাকায় জিনজার নামে রেস্টুরেন্ট-কাম-বারে প্রবেশ করতে গেলে এর অভ্যর্থনা বিভাগ তাকে বাধা দেয়।

৪০ বছর বয়সী ওই নারী বলেন, আমি পার্ক স্ট্রিটে ধর্ষণের শিকার হয়েছিলাম বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। আমি যদি ধর্ষণের শিকার হই, তবে কি এটা ‍আমার ভুল? কেন আমি সাধারণ জীবন যাপনের চেষ্টা করতে পারবো না?

যদিও এ অভিযোগ অস্বীকার করে জিনজার কর্তৃপক্ষ দাবি করেছে, রেস্টুরেন্টে প্রবেশের পর ‘ঝামেলা’ করছিলেন বলেই ওই নারীকে বের করে দেওয়া হয়েছে।

প্রায় দু’বছর আগে দু’সন্তানের জননী ওই নারীকে ধর্ষণে জড়িত সন্দেহে সেসময় পাঁচজনকে আটক করে পুলিশ। তবে, প্রধান অভিযুক্তসহ দুইজনকে এখনও আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।