ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্কটল্যান্ডে গণভোট

লড়াই হবে হাড্ডাহাড্ডি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
লড়াই হবে হাড্ডাহাড্ডি

ঢাকা: স্কটল্যান্ডের স্বাধীনতা ইস্যুতে গণভোট বৃহস্পতিবার। শেষ মুহূর্তের প্রচারাভিযানে ব্যস্ত এখন দুই পক্ষই।



যুক্তরাজ্যের প্রধান তিন দলের নেতারা স্কটল্যান্ডবাসীকে ‘না’ ভোট দিতে অনুরোধ করেছেন। তারা ‘না’ ভোট দিলে তারা স্কটল্যান্ডকে আরো ক্ষমতা দেওয়া অঙ্গীকার করেছেন।

স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী আলেক্স স্যালমন্ড ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর স্কটল্যান্ড বিচ্ছিন্ন না হওয়ার পক্ষের সংগঠন প্রো-ইউনিয়ন বেটার টুগেদার বুধবার এক ৠালি বের করে। ৠালির স্লোগান ছিল ‘লাভ স্কটল্যান্ড, ভোট নো’।

এদিকে বুধবার প্রকাশিত সর্বশেষ জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। জরিপ বলছে,  খুব অল্পভোটের ব্যবধানে ‘না’ ভোট এগিয়ে থাকবে।

এর আগে মঙ্গলবার প্রকাশিত তিনটি ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ, স্কটসমান ও ডেইলি মেইলের পৃথক পৃথক জরিপের দাবি ‘না’ ভোটের পক্ষে শতকরা ৫২ ভাগ ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ৪৮ ভাগ ভোট পড়বে।

আগামীকালের গণভোটে যদি স্বাধীনতার পক্ষে রায় হয়, তবে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ৩শ’ বছরের সম্পর্কের ছেদ হবে। শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।