ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিনাই হামলার দায় স্বীকার আনসার আল মাকদিসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
সিনাই হামলার দায় স্বীকার আনসার আল মাকদিসের সংগৃহীত

ঢাকা: সম্প্রতি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমাঞ্চলীয় ইসরায়েলি সীমান্ত সংলগ্ন এলাকায় ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে মিশরের ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আনসার বায়েত আল মাকদিস।

আল কায়েদা থেকে অনুপ্রাণিত চরমপন্থী গ্রুপটি এ হামলার একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের বহনকারী একটি সাঁজোয়া গাড়ি রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাচ্ছে। ইসরায়েল সীমান্তবর্তী রাফা এবং সিনাইয়ের রাজধানী আল আরিশের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

এদিকে সিনাইয়ে অপর এক ঘটনায় সামরিক বাহিনীর রকেট হামলায় ২২ বছর বয়সী এক বেসামরিক যুবক নিহত এবং ৩০ বছর বয়সী তার ভাই আহত হয়েছেন।

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় সেনা সদস্যদের নিক্ষিপ্ত রকেট তাদের বসতবাড়িতে বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।

মিশরীয় কেন্দ্রীয় সরকারের অব্যাহত অবহেলার শিকার সিনাই উপদ্বীপ। অনুন্নত আর্থ সামাজিক পরিস্থিতি এবং সরকারের অবহেলা ও দমন পীড়নের কারণে সিনাই উপদ্বীপে মাথাচাড়া দিয়েছে চরমপন্থা।

নতুন পরিচিতি চরমপন্থী গ্রুপ আনসার বাইত আল মাকদিসের যোদ্ধারা বেশ কিছু দিন ধরেই মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উপর্যপরি হামলা চালিয়ে আসছে।

বিশেষ করে সেনা অভ্যুত্থানে মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর থেকেই সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করে বিদ্রোহী সংগঠনটি।

এসব হামলায় এ পর্যন্ত কয়েকশ’ মিশরীয় নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। জবাবে মিশরের নিরাপত্তা বাহিনীও ওই এলাকায় ব্যাপক দমনাভিযান চালিয়ে আসছে।

তবে উভয়পক্ষের এই সংঘাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে সিনাইয়ের বেসামরিক জনগণ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।