ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও ওয়াশিং মেশিনে কুকুর, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
আবারও ওয়াশিং মেশিনে কুকুর, আটক ২ ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও ওয়াশিং মেশিনের ভেতরে কুকুরকে ঢুকিয়ে গোসল দেওয়ার ঘটনা ঘটলো হংকংয়ে। এ প্রাণী নিষ্ঠুরতার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

চলতি মাসের শুরুতেই এ ধরনের একটি ঘটনায় তুমুল হইচই পড়ে যায় হংকংয়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এ মাসের শুরুর দিকের তুমুল সমালোচিত ওই ঘটনার পর সম্প্রতি আবারও হংকংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কুঞ্চিত লোমযুক্ত ক্ষুদ্র পোষা প্রাণীটিকে জোর করে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছেন, আর সেটি বাঁচার জন্য ছটফট করছে।

স্থানীয় সংবাদ মাধ্যম অ্যাপল ডেইলি জানিয়েছে, হংকংয়ের প্রাণীর ওপর নিষ্ঠুরতা প্রতিরোধ বিষয়ক সামাজিক সংস্থা এসপিসিএ’র একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মংককের ফ্ল্যাট থেকে শুক্রবার সকালে লিওং (৩৮) ও ওং (২২) নামে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ইউটিউবে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি কুকুরটিকে ওয়াশিং মেশিনে গোসল দেওয়ার চেষ্টা করছেন, আর ওই ব্যক্তির নিষ্ঠুরতা থেকে বাঁচার চেষ্টা করছিল অবলা প্রাণীটি।

কুকুরটির ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছিল তা জানা না গেলেও অভিযুক্ত দু’জনকে আটক করার সময় তাদের ফ্ল্যাটে ওই প্রাণীর আকৃতির আরেকটি কুকুর দেখতে পাওয়া যায় বলে জানায় পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।