ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস ঘাঁ‍টিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
সিরিয়ায় আইএস ঘাঁ‍টিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) ঘাঁ‍টি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



সোমবার রাত সাড়ে ৮টা থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পাঁচ আরব দেশ (বাহারাইন, কাতার, সৌদি আরব, জর্দান এবং সংযুক্ত আরব আমিরাত) যৌথভাবে এ হামলা শুরু করে।

পেন্টাগনের মুখপাত্র রিয়ার এডমিরাল জন কিরবি জানান, হামলায় ফাইটার ও বোম্বার জেট ব্যবহার করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগর ও লোহিত সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

আইএস’র প্রধান কার্যালয় লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবদমাধ্যম। হামলার বিষয়ে সর্বশেষ তথ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হচ্ছে।

আইএস’র যে ৩১ হাজার সৈন্য রয়েছে তার দুই-তৃতীয়াংশের অবস্থান সিরিয়ায় বলে ধারণা করছেন সামরিক কর্মকর্তারা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বারাক ওবামা বলেন, আইএসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটি ইরাক ও আফগানিস্তানের মতো হবে না। আর এ লড়াই আমাদের একক নয়।

সন্ত্রাসবাদ মোকাবেলার এ লড়াইয়ে আরো বেশ কিছু দেশ অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

গত আগস্টে ইরাকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ১৯০টি বিমান হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।