ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাক হামলার জবাবে

আলজেরিয়ায় অপহৃত ফরাসিকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
আলজেরিয়ায় অপহৃত ফরাসিকে হত্যার হুমকি

ঢাকা: ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে ফরাসি বিমান হামলার প্রতিবাদে আলজেরিয়ায় এক ফরাসি নাগরিককে অপহরণ করেছে দেশটির আইএস সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জুন্দ আল খলিফা।

সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জুন্দ আল খলিফা জানায় যদি ফ্রান্স আইএস বিরোধী হামলা বন্ধ না করে তবে হার্ভ গোরডো নামের ওই অপহৃত ফরাসি নাগরিককে হত্যা করা হবে।



রোববার আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় পাবর্ত্য এলাকা তিজি ওজু থেকে হার্ভ গোরদোকে অপহরণ করার কথা জানায় জঙ্গি সংগঠনটি।  

ওই এলাকায় জঙ্গিগোষ্ঠী আল কায়েদা ইন ইসলামিক মাগরেব তৎপর।

সম্প্রতি আল কায়েদার প্রতি সমর্থন প্রত্যাহার করে আইএস এর প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে জুন্দ আল  খলিফ‍া সংগঠনটি।

ইরাক ও সিরিয়ায় বিশাল এলাকা নিয়ে খেলাফত  ঘোষণাকারী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে গত সপ্তাহে বিমান হামলা চালায় ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের অন্যতম অংশীদার ফ্রান্স।
 
এদিকে নাগরিক অপহরণের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, অপহৃত ব্যক্তিকে মুক্ত করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। তবে একটি সন্ত্রাসী গ্রুপ ফ্রান্সের অবস্থানকে পরিবর্তন করতে পারবে না।

একজন আলজেরীয় নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, রাজধানী আলজিয়ার্সের ১১০ কিলোমিটার দূরের তিজদা এলাকা থেকে দুই আলজেরীয় সহযোগী সহ অপহৃত হন গোরডো।

তবে কিছুক্ষণের মধ্যেই দুই আলজেরীয়কে ছেড়ে দেয়া হয়। ছাড়া পেয়ে তারা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।