ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা পরিস্থিতি নিয়ে কেরি-আব্বাস বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
গাজা পরিস্থিতি নিয়ে কেরি-আব্বাস বৈঠক সংগৃহীত

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠক করেছেন।

মঙ্গলবার নিউইয়র্কে তারা গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।



জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে বক্তব্য রাখার একদিন পর মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনার সময় র্নিধারণ নিয়েও জন কেরির সঙ্গে কথা বলেন।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য দানের বিষয়ে মাহমুদ আব্বাসের সঙ্গে একমত হন।

জাতিসংঘের মতে, হামাস ও ইসরায়েলের মধ্যে ৫০ দিনের যুদ্ধে ইসরাইল গাজায় সামরিক জেটের মাধ্যমে যে বোমা হামলা চালিয়েছে, তাতে গাজায় ঘরবাড়িসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া এক লাখ মানুষ দীর্ঘমেয়াদীভাবে বাস্তুচ্যুত হয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছেন।

এদিকে, বৈঠক সূত্র জানায়, জন কেরি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সমস্যা সমাধানে দুই রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে। আর এ জন্য ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র রাজি আছে।

মাহমুদ আব্বাস বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে মার্কিনিদের শতাব্দীব্যাপী লড়াই করতে হয়েছে। তিনি বলেন, আমি শান্তির বার্তা নিয়ে এসেছি।

এর আগে শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন।

ফিলিস্তিনি কূটনীতিবিদরা সাংবাদিকদের জানান, মাহমুদ আব্বাস জন কেরির সঙ্গে আলাপকালে তিন বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে যে বসতি স্থাপন চালিয়ে যাচ্ছে, তার অবসানের দাবি জানান।

এ ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চান মাহমুদ আব্বাস।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।