ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সলোমন দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
সলোমন দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ মাত্রা।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৩ মিনিটে দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে রাজধানী গিজোর ১৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামি বা এমন কোনো সতর্কতাও জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।