ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গুলি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গুলি বিনিময়

ঢাকা: জম্মু ও কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষীদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়েছে।

মঙ্গলবার রাতভর তীব্র গুলি বিনিময় চলে।

এরপর থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটলেও বিস্তারিত জানা যায়নি।

বর্তমানে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় নিহত এবং ৩৪ জন আহত হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এ সময় ভারতীয় ৪০টি বর্ডার আউট পোস্ট (বিইউপি) লক্ষ করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী গুলি করে। এর জবাবে ভারতীয় পক্ষ থেকেও গুলি ছোড়া হয়।

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, ভারতীয় পক্ষের গুলিতে পাকিস্তানের অন্তত ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার রাতভর একহাজার থেকে একহাজার দুইশ গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এতে পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।