ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকায় প্রথম ইবোলা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
আমেরিকায় প্রথম ইবোলা রোগী শনাক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে এক পর্যটকের শরীরে সর্বপ্রথম ইবোলা শনাক্ত করেছে স্থানীয় একটি হাসপাতাল। এটাই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তি বলে মনে করা হচ্ছে।



টেক্সাস হেলথ প্রিসবাইটেরিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে এক অজ্ঞাত রোগীর শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে অন্য রোগীদের কাছ থেকে পৃথক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে দুই সপ্তাহ আগে ওই রোগী লিবিয়া থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে এসেছিলেন এবং লিবিয়ায় থাকতেই তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হন।

পশ্চিম আফ্রিকায় ইতিমধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে কমপক্ষে তিন হাজার মানুষ মারা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে যেসকল সহায়তাকর্মী আফ্রিকায় ইবোলা আক্রান্ত রোগীদের সহায়তা করতে গিয়েছিল তাদের খুব কম সংখ্যক কর্মীকে রক্ষা করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক টমাস ফ্রাইডেন জানান, আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে লিবিয়া থেকে আগত এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এ প্রাণঘাতী ভাইরাস শনাক্ত করেছি।

তিনি আরও জানান, এ অজ্ঞাত ব্যক্তি গত ১৯ সেপ্টেম্বর লিবিয়া ত্যাগ করেন এবং পরেরদিন আত্মীয়ের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তবে সে সময় তার শরীরে ইবোলা আক্রান্তের কোনো লক্ষণ ছিল না। তার শরীরে এ ভাইরাসের লক্ষণ দেখা যায় গত ২৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথামিক চিকিৎসায় দেখা গেছে তিনি লিবিয়ায় কোনো ইবোলা আক্রান্ত রোগীর সান্নিধ্যে ছিলেন না।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, আক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।