ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভংফং নিয়ে উৎকণ্ঠায় নাসা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
ভংফং নিয়ে উৎকণ্ঠায় নাসা! সংগৃহীত

ঢাকা: জাপানের দিকে এগিয়ে যাচ্ছে ক্যাটাগরি-৪ টাইফুন ‘ভংফং’। আগামী সোমবার নাগাদ এটি জাপানের ম‍ূল ভূ-খণ্ডে আঘাত হানবে।

এ সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ২৫২ কিলোমিটার। এমনটিই জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

এদিকে, ‘ভংফং’ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা’য় কর্মরত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ফ্লাইট ইঞ্জিনিয়ার রেইড ওয়াজম্যান টুইটারে ‘ভংফং’র একটি ছবি পোস্ট করেছেন। ছবির বিষয়ে টুইটে তিনি লেখেন, ঝড়ের অনেক ছবি দেখেছি, কিন্তু এরকম ভংয়ঙ্কর ছবি আগে দেখিনি।

স্যাটেলাইটে ধারণকৃত ছবি দেখে বলা হচ্ছে, ভংফংয়ের চোখ প্রায় ৫০ মাইল জুড়ে বিস্তৃত।

জাপানের আবহাওয়া অধিদফতর জানায়, এটি একটি বৃহআকৃতির এবং শক্তিশালী টাইফুন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সোমবার নাগাদ ঝড়টি জাপানের মূল ভূ-খণ্ডে আঘাত হানবে। এ সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ২৫২ কিলোমিটার (১৫৬ মাইল)। তবে মঙ্গলবার নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে ‘ভংফং’।

টাইফুন ‘ভংফং’র আঘাতে হিরোশিমা, নাগাসাকি, টোকিও, ফুকুশিমায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হবে ‘ভংফং’।

দ‍ুর্যোগ মোকাবেলায় শুক্রবার রাতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি ইওসিহাইড সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশবাসীকে আবহাওয়া বিষয়ক সংবাদের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

টাইফুনটি জাপানের উত্তর দিকে সরে যাওয়ার সময় অনেকটা দুর্বল হয়ে পড়বে। হনসুতে আঘাতের আগে পশ্চিম অঞ্চলের কুইসুতে আঘাত হানবে। টাইফুনের প্রভাবে ইতোমধ্যে টোকিওতে বৃষ্টিপাত শুরু হয়েছে।

** এবার জাপানের দিকে এগুচ্ছে টাইফুন ভংফং

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।