ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগান জেলাশাসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
তালেবান হামলায় আফগান জেলাশাসক নিহত সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এক জেলা শাসককে গুলি করে হত্যা করেছে তালেবান বিদ্রোহীরা। মঙ্গলবার নিহত হন হেলমান্দের নাদ ই আলী জেলার প্রশাসনিক প্রধান মোহাম্মদ আনোয়ার খান।

এ সময় তার দেহরক্ষীকেও হত্যা করা হয়। হামলায় আহত হন ছয় পুলিশ সদস্য। হেলমান্দের নাদ-ই আলী জেলা তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন টার্গেট লক্ষ্য করে হামলা জোরদার করেছে তালেবানরা।

মঙ্গলবার ছয় আফগান পুলিশ কর্মকর্তাকেও গুলি করে হত্যা করে তালেবানরা। তার আগের দিন সোমবার লোগার প্রদেশে এক চোরাগোপ্তা হামলায় ২২ পুলিশ সদস্যকে হত্যা করে তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।