ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
বেলুচিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ঢাকা: পাকিস্তানের দুর্গম বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। নিহতরা ‘বহিরাগত’ বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা।



রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় ওই আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা সবাই শ্রমিক ছিলেন। শনিবার থেকে আরও তিনজনসহ তারা নিখোঁজ ছিলেন।

প্রশাসনিক সূত্র জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা নিহত আটজনের সঙ্গে আরও তিন শ্রমিককে আটক করলেও পরে দু’জনকে ছেড়ে দেয়। নয়জনকে গুলি করলেও একজন ভাগ্যক্রমে বেঁচে যান। তবে, নিহতদের পরিচয় জানা যায়নি।

বেলুচিস্তানে প্রায়ই বাইরের প্রদেশ থেকে আসা লোকজন জঙ্গিদের হাতে নিহত হয়। তাদের শত্রু চিহ্নিত করে হত্যা করে জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।