ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেলম্যান্ড ছাড়ল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
হেলম্যান্ড ছাড়ল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

ঢাকা: আফগানিস্তানে ব্রিটিশদের সর্বশেষ ঘাঁটি দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে ব্রিটিশদের যুদ্ধের ইতি ঘটল।

তবে এবছর নাগাদ কিছু সেনা কাবুলে ব্রিটিশ পরিচালিত সামরিক একাডেমিতে থাকবে। খবর বিবিসি অনলাইন।

শনিবার যুদ্ধ সমাপ্তির অংশ হিসেবে আফগানিস্তানে ব্রিটিশদের সবচেয়ে বড় ঘাঁটি ক্যাম্প বাস্টিয়নে ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলা হয়। যুদ্ধে ৪৫৩ ব্রিটিশ সেনা নিহত হয়।

সেই সঙ্গে বাস্টিয়নে পাশেই যুক্তরাষ্ট্রের ক্যাম্প লেদারনেকের নিয়ন্ত্রণও আফগানদের কাছে তুলে দেওয়া হয়। দুটি ঘাঁটিই হেমল্যান্ড প্রদেশে অবস্থিত। এর মাধ্যমে এক সময়ের সবচেয়ে সংঘর্ষপূর্ণ অঞ্চল হেমল্যান্ড পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণে চলে আসল।

এ বিষয়ে ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন সাংবাদিকদের বলেন, ২০০১ সালে আফগানিস্তানে পৌঁছানোর পর ‘অনেক ভুল হয়েছে’। তবে এরমধ্যেও আমাদের প্রাপ্তিও অনেক।

ফ্যালন বলেন, আফগানিস্তানকে সম্ভাব্য স্থিতিশীল ভবিষ্যতের ভালো সুযোগ দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা গর্বের বিষয়।

তিনি বলেন, শক্তিশালী আফগান বাহিনী গড়ে তোলার পেছনে আমাদের সেনারা কঠোর পরিশ্রম করেছে। তারা এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে যার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়েছে।

এদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শেষ মেরিন ইউনিটও তাদের যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করেছে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত ১৬০০ একরের ক্যাম্প লেদারনেক হস্তান্তরের মাধ্যমে তারা যুদ্ধ শেষ করে।

উল্লেখ্য, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৩৪৯ জন সেনা নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।