ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ঘুষের বিনিময়ে লাইসেন্স

আইনের জালে স্পেনের রাজনীতিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, অক্টোবর ২৭, ২০১৪
আইনের জালে স্পেনের রাজনীতিকরা

ঢাকা: দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সারা দেশ থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে দেশটির অনেক ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন।



স্পেনের ইতিহাসে নজিরবিহীন এই দুর্নীতিবিরোধী অভিযানে সোমবার আটক করা হয় ৫১ জন শীর্ষ রাজনীতিককে। তারা সংঘবদ্ধ দুর্নীতি চক্রের সদস্য বলে অভিযোগ করেছেন সরকারি কৌসূলিরা। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ক্ষমতাসীন রাজনৈতিক দল পপুলার পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্সিসকো গ্রানাডোস। পাশাপাশি বিরোধী সোশ্যালিস্ট পার্টির অনেক নেতা ছাড়াও রাজধানী মাদ্রিদের দুই মেয়রও রয়েছেন গ্রেফতারের তালিকায়।

ঘুষের বিনিময়ে অবৈধভাবে ব্যবসায়ীদের লাইসেন্স দেয়ার অভিযোগ আনা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে, যার মূল্য প্রায় ৩১ কোটি ডলার। অভিযানে ৪শ‘ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, পাশাপাশি তদন্তের আওতায় আনা হয়েছে ২৬০টি প্রতিষ্ঠানকে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।