ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেবেন্দ্র ফাড়নবীশই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
দেবেন্দ্র ফাড়নবীশই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ

ঢাকা: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি দেবেন্দ্র ফাড়নবীশ। মঙ্গলবার মহারাষ্ট্রের বিধানসভায় নির্বাচিত বিজেপি আইনপ্রণেতাদের নেতা হিসেবে দেবেন্দ্র ফাড়নবীশের নাম ঘোষণা করে বিজেপি।

মঙ্গলবার ভারতের স্থানীয় সময় বিকেল চারটায় বিজেপির ১২১ জন আইনপ্রণেতার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা সব প্রার্থীর মধ্যে দেবেন্দ্র ফাড়নবীশ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম পছন্দ। শপথ গ্রহণের পর ফাড়নবীশ হবেন মহারাষ্ট্রের ইতিহাসে বিজেপি থেকে নির্বাচিত প্রথম মুখ্যমন্ত্রী। শুক্রবার শপথ নেবার কথা নতুন প্রাদেশিক মন্ত্রিসভার।

মুখ্যমন্ত্রী হওয়ার পথে ফাড়নবীশকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা নিতিন গড়কড়ির প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। তবে ধারণা করা হচ্ছে শিবসেনাকে সন্তুষ্ট রাখতেই গড়কড়ির বদলে ফাড়নবীশকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ ফাড়নবীশ বিজেপির আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার আশীর্বাদপুষ্ট।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার আকার এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের বিষয়ে বৈঠকে বসেন বিজেপির একটি উচ্চ পর্যায়ের দল। সেখানেই মূলত মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় ফাড়নবীশের নাম।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।