ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা ঠেকাতে

তিন দেশের ওপর কানাডার ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
তিন দেশের ওপর কানাডার ভিসা নিষেধাজ্ঞা

ঢাকা: অস্ট্রেলিয়ার পর এবার ইবোলায় সবচেয়ে আক্রান্ত তিন দেশের নাগরিকদের ভিসা না দেয়ার ঘোষণা দিলো কানাডা।

পশ্চিম আফ্র্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় গিনি, সিয়েরা লিয়ন এবং লাইবেরিয়া।

 

শনিবার কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র কেভিন মেনার্ড বলেন, তার সরকার ইবোলায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় ওই তিন দেশের নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছে।

তবে এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পদক্ষেপের উল্লেখ করে মেনার্ড বলেন, তাদের বিধিনিষেধ অস্ট্রেলিয়ার তুলনায় অনেক লঘু।

বিতর্কিত এ পদক্ষেপের সমর্থনে কানাডার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র ন্যান্সি ক্যারন বলেন, ‘ইবোলা আক্রান্ত দেশগুলোর ওপর আফ্রিকার বেশ কিছু দেশ কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সারা বিশ্বের আরও কয়েকটি দেশও তাদের ‍অনুসরণ করেছে। যুক্তরাষ্ট্রও ইবোলা আক্রান্ত দেশগুলোর নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

এছাড়া কানাডায় প্রবেশের সময় প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

কানাডার নাগরিক সহ সকল ভ্রমণকারীকে বিমানবন্দর সহ অন্যান্য বর্ডার ইমিগ্রেশন পোস্ট দিয়ে কানাডায় প্রবেশের সময় অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে।

 তবে ইবোলাক্রান্ত দেশগুলোর ওপর কানাডার ভিসা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ ইবোলার বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. মার্গারেট চ্যান বলেন, সীমান্ত বন্ধ করে ইবোলা ভাইরাসের সংক্রমণ সম্প্রসারণ বন্ধ সম্ভব নয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফানে ডুজারিক বলেন, জাতিসংঘ তিনটি সবচেয়ে আক্রান্ত দেশকে একঘরে রাখা এবং এর নাগরিকদের অপবাদের মুখোমুখি করার বিরুদ্ধে।

এমনকি কানাডার বিরোধী দল নিউ ডেমোক্রাট পার্টির নেতা লিবি ডেভিসও কানাডা সরকারের এ পদক্ষেপের সমালোচনা করেছেন।

এদিকে ইবোলা আক্রান্ত দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক ডেভিড ফিডলার বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কানাডা ও অস্ট্রেলিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবনার লঙ্ঘন করেছে। ২০০৫ সালে উভয় দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত প্রস্তাবনায় স্বাক্ষর করে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।