ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে ‘লাভ ইউ হুদহুদ’ লিখে শ্রীঘরে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
ফেসবুকে ‘লাভ ইউ হুদহুদ’ লিখে শ্রীঘরে! বিশাখাপত্তমে হুদহুদের তাণ্ডব

ঢাকা: ফেসবুকে লগ ইন করে ‘হোয়াট’স অন ইওর মাইন্ড’ দেখেই যা তা লিখে দেবেন না, অবিবেচনাপ্রসূত কিছু পোস্ট করে দিলেই পড়তে হতে পারে গ্যাড়াকলে, এমনকি শ্রীঘরেও যেতে হতে পারে! যেভাবে যেতে হলো অন্ধ্রপ্রদেশের এক আইনের শিক্ষার্থীকে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত করার পর গুনতুর জেলার অরুণদালপেট এলাকার চগন্তি রাহুল রেড্ডি নামে ওই আইনের শিক্ষার্থী তেলেগু ভাষায় লিখেন, ‘হুদহুদ, প্রতারকদের ধরে ধরে শাস্তি দেওয়ায় আমি তোমাকে ভালবাসি-মনে হচ্ছে ঈশ্বর স্বয়ং এই ভূমিকায়’।



এই পোস্টটির পর অভিযান চালিয়ে সম্প্রতি ‘হিংসা ও বিদ্বেষে’ উস্কানি দেওয়ার অভিযোগে তাকে আটক করে অন্ধ্রপ্রদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তির ফেসবুক পোস্টটি ‘দায়িত্বজ্ঞানহীন ও জনস্বার্থবিরোধী’।

গত ১২ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদ। বিশাখাপত্তমে তাণ্ডব চালানো হুদহুদের আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।