ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্থায়ীভাবে সৌদিত্যাগীদের ২ বছরের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
স্থায়ীভাবে সৌদিত্যাগীদের ২ বছরের নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: একজিট ভিসার মাধ্যমে স্থায়ীভাবে সৌদি আরবত্যাগীরা দুই বছর নিষেধাজ্ঞার মুখে পড়বেন। এ নিয়মে, কাজের জন্য পুনরায় সেদেশে আসতে চাইলে, তাকে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তবে ফিরতে হবে।


 
সম্প্রতি সেদেশের শ্রমবাজার কমিটি ‘কাউন্সিল অব সৌদি চেম্বার’ (সিএসসি) এ নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করেছে।

কমিটির পক্ষ থেকে বলা হয়, সুপারিশ অনুমোদনের জন্য খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
 
এ বিষয়ে কমিটির চেয়ারম্যান মানসুর আল-শেঠরি বলেন, ব্যবসা-বাণিজ্যে প্রতিবেশী দেশগুলোর সফলতার উপর ভিত্তি করে এ সুপারিশ করা হয়েছে। এটা বাস্তবায়িত হলে রাষ্ট্রীয়করণের মধ্য দিয়ে ব্যবসা ক্ষেত্র এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, সুপারিশটি ১৯৭৫ সালে প্রকাশিত এবং ১৯৭৭ সালে হাল নাগাদ করা ক্যাবিনেট রেজল্যুশন থেকে অনুপ্রাণিত। রেজল্যুশন অনুযায়ী, চুক্তি ভঙ্গ করে কোনো কর্মী দেশ ছেড়ে চলে গেলে, তিন বছর নিষেধাজ্ঞার মুখে পড়বেন। সহজে বললে, পুনরায় সৌদিতে ফিরতে চাইলে তাকে তিন বছর পর নতুন করে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।