ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিক্ষার্থী গুম

মেক্সিকোর পলাতক মেয়র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
মেক্সিকোর পলাতক মেয়র গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় অভিযুক্ত মেক্সিকোর ইগুয়ালা শহরের পলাতক মেয়র হোসে লুইস আবার্কা সস্ত্রীক গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী মেক্সিকো সিটির একটি ফ্ল্যাট থেকে মেয়র হোসে লুইস আবার্কা ও তার স্ত্রী মারিয়া ডি লস অ্যাঞ্জেলস পিনেডকে গ্রেফতার করে মেক্সিকোর ফেডারেল পুলিশ।



মেক্সিকো পুলিশের মুখপাত্র হোসে রামোন সালিনাস তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। কর্তৃপক্ষের অভিযোগ, ওই শিক্ষার্থী গুমের ঘটনার মূল হোতা মেয়র আবার্কা। শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের আটক করতে ইগুয়ালার পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

গত ২৬ সেপ্টেম্বর এক প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় নিখোঁজ হন স্থানীয় একটি টিচার্স ট্রেনিং কলেজের ৪৩ শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, পথিমধ্যে বাস থেকে নামিয়ে তাদের গাড়িতে ওঠায় পুলিশের পোশাক পড়া সশস্ত্র ব্যক্তিরা। এরপর ওই শিক্ষার্থীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মেক্সিকো জুড়ে। পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচিত হয় ঘটনাটি।

বিষয়টি তদন্তের নির্দেশ দেন মেক্সিকোর প্রেসিডেন্ট। পলাতক মেয়র ইবার্কা ও ইগুয়ালার পুলিশ প্রধানের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। এছাড়া গ্রেফতার হয় জড়িত পুলিশ সদস্য সহ আরও অর্ধশতাধিক ব্যক্তিকে।

পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, একইদিন একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা ছিলো মেয়র আবার্কার। বক্তব্য রাখার সময় বামপন্থি এই শিক্ষার্থীরা বিঘ্ন সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় তাদের আটকাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এ কাজে তাকে সহযোগিতা করেন নগরীর পুলিশ প্রধান।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।