ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যামনেস্টির প্রতিবেদন

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল সংগৃহীত

ঢাকা: সর্বশেষ আগ্রাসনে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার উপকূলীয় জনবহুল এলাকায় সামরিক-বেসামরিক টার্গেটে নির্বিচারে হামলার সময় ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে কোনো বাছ বিচার করেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

বুধবার প্রকাশিত হয় অ্যামনেস্টির এই প্রতিবেদন।

গত ৮ জুলাই অপারেশন ‘প্রটেকটিভ এজ’ নাম দিয়ে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে ইসরায়েলে। প্রায় ৫০দিন স্থায়ী এই ইসরায়েলি তাণ্ডবে প্রাণ হারান ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নারী, শিশু সহ বয়োবৃদ্ধ সহ যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এ সময় গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলি বাহিনী।

প্রতিবেদনে অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের প্রধান ফিলিপ লুথার বলেন, ‘ইসরায়েলি বাহিনী নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের মাধ্যমে বেসামরিক জনগণের জীবন ও সম্পত্তির ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। ধ্বংসযজ্ঞ চালানোর সময় উদ্দেশ্যমূলকভাবেই তারা কোনো পার্থক্য দেখায়নি।

ইসরায়েলি বাহিনীর এই তাণ্ডবকে গণহত্যা অভিহিত করে অ্যামনেস্টি প্রতিবেদনে আরও উল্লেখ করে, হামলার সময় ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সুযোগ দেয়নি। এমনকি স্কুল, মাঠ, আবাসিক এলাকা এবং মসজিদের ওপরও নির্বিচারে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন অভিহিত করে একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।