ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮ বছর বয়সেই কোম্পানির সিইও!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
৮ বছর বয়সেই কোম্পানির সিইও! সম্মেলনে বক্তব্য রাখছে রুবেন পাল

ঢাকা: মাত্র আট বছর বয়স! এই বয়সে ঠিকমতো নিজের গাঁয়ের রাস্তাগুলোও চেনার কথা নয়, অথচ সাইবার জগতের অলিগলিই জয় করে ফেলেছে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন শিশু। গত আগস্টে ‘প্রুডেন্ট গেমস’ নামে একটি গেম নির্মাতা প্রতিষ্ঠানেরও যাত্রা করে সে, এখন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব পালন করছে।



এ বিস্ময়বালকের নাম রুবেন পাল। আরও বিস্ময়ের ব্যাপার হলো- বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে ভারতের নয়াদিল্লতে শুরু হতে যাওয়া ‘গ্রাউন্ড জিরো সামিট’ শীর্ষক একটি সাইবার নিরাপত্তা বিষয়ক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবে সে।

আয়োজকরা জানান, শুক্রবার (১২ নভেম্বর) নিজের মূল প্রবন্ধে বর্তমান প্রজন্মকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেবে রুবেন।

সম্মেলনে বিশ্বের অনেক বাঘা বাঘা প্রযুক্তিবিদের পাশাপাশি অতিথি হিসেবে বক্তব্য রাখবেন  ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভিকে সিংও।

রুবেনের বাবা মানো পাল জানান, এ নিয়ে চতুর্থ কোনো সম্মেলনে সাইবার নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখছে রুবেন।

জানা যায়, উড়িষ্যায় জন্ম নেওয়া মানো পাল ২০০০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর সেখানে রুবেনের জন্ম হলে তাকে প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে গড়ে তোলেন। আস্তে আস্তে ক্ষুদে রুবেনকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে গড়ে তোলেন বাবা। রুবেন বর্তমানে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস’র সুইফট প্রোগ্রামিং শিখছে।

আগস্টে প্রুডেন্ট গেমসের যাত্রার পর প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে বাবাকে যোগ দেওয়ার সুযোগ দেয় রুবেন।

রুবেন বলেন, আমি প্রায় দেড় বছর আগে কম্পিউটারের ভাষা ও এ সংশ্লিষ্ট বিষয়গুলো শিখতে শুরু করি। এখন আমি নিজেই নিজের প্রকল্পগুলোর ডিজাইন করতে পারি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।