ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামি সর্তকতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
ইন্দোনেশিয়ায় সুনামি সর্তকতা প্রত্যাহার

ঢাকা: ইন্দোনেশিয়ায় মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরে ওই এলাকায় প্রথমে সুনামির সতর্কতা জারি করা হয়।

পরে তা প্রত্যাহার করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ৫ দশমিক ৮, ৪ দশমিক ৮, ৪ দশমিক ৭, ৫ মাত্রার আরো চারটি ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস জানায়, কোটা টারনেট উপকূল থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৪২ কিলোমিটার।

কিছু সময় পর দক্ষিণাঞ্চলীয় মালিবাগু থেকে ৫৮ কিলোমিটার দূরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই স্থানে পরবর্তীতে ৪ দশমিক ৮ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর বাইতুং থেকে ১৩৮ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ৪ দশমিক ৭ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে কোটা টারনেট থেকে ১৪১ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

** ইন্দোনেশিয়ায় একের পর এক ভূমিকম্প, সুনামি সর্তকতা

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।