ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, নভেম্বর ২৪, ২০১৪
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে শিশু নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: নকল বন্দুককে আসল ভেবে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ১২ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ছেলেটি পুলিশের আদেশ অমান্য করায় তাকে দুবার গুলি করে পুলিশ।

পুলিশ ছেলেটিকে হাত তুলতে বলেছিল। কিন্তু সে হাত তোলেনি।

খবরে বলা হয়, শনিবার বিকেলে ফোনে পুলিশকে একজন জানিয়েছিল, ছেলেটি বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। কিন্তু সেটি আসল না নকল, তা যাচাই করেনি পুলিশ।

রোববার সকালে হাসপাতালে ছেলেটি মারা যায়। ছেলেটির নাম তামির রাইস।

ক্লিভল্যান্ডের উপপুলিশ প্রধান অ্যাডওয়ার্ড টোমবা বলেন, কোমরের বেল্ট থেকে ওই বন্দুক কেড়ে নেওয়ার পর ছেলেটিকে দুবার গুলি করা হয়। ছেলেটি কোনো হুমকি দেয়নি কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুকও তাক করেনি। তবু তাকে গুলি করা হয়।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ