ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি চালানোয় সৌদি নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
গাড়ি চালানোয় সৌদি নারী গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি আরবে গাড়ি চালানোর চেষ্টাকালে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের আগে তাকে সংযুক্ত আরব আমিরাতের সীমান্তে একদিন আটকে রাখা হয়।



উল্লেখ্য, সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ।

গ্রেফতারকৃতের নাম লুজেইন হাথলৌল। সীমান্ত দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়ি চালিয়ে তিনি সৌদিতে প্রবেশ করার চেষ্টা করছিলেন।

এক টুইটারে হাথলৌল জানান, আমাকে ২৪ ঘণ্টা ধরে সৌদি সীমান্তে আটকে রাখা হয়েছে। তারা আমার পাসপোর্ট ফেরত দিচ্ছে না আবার সৌদিতেও প্রবেশ করতে দিচ্ছে না।

আল-জাজিরা জানায়, সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সৌদির এক নারী সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে। মায়সা আলামৌদি হাথলৌলকে সাহায্য করেত গিয়েছিলেন।

অজ্ঞাতনামা একজন জানান, গ্রেফতারকৃতদের সৌদি পুলিশের তদন্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।