ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে জঙ্গি হামলায় ৫ সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
কাশ্মিরে জঙ্গি হামলায় ৫ সেনাসহ নিহত ৭

ঢাকা: কাশ্মিরে একটি সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় পাঁচ সেনা, দুই পুলিশ সদস্য ও দুই জঙ্গিসহ মোট সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) ভোরে বারামুল্লা জেলার উরি টাউন এলাকায় সেনা ক্যাম্পে হামলা চালানো হলে হতাহতের ঘটনা ঘটে।



টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার ভোরে কাশ্মিরের বারামুল্লা জেলার উরি শহরে এলওসি সেনা ক্যাম্পে ৩/৪ জন জঙ্গি প্রবেশ করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে করে পাঁচ সেনা সদস্য, দুই পুলিশ সদস্য ও দুই জঙ্গিসহ মোট সাতজন নিহত হন।

তবে এ জঙ্গি হামলায় কারা জড়িত তা স্থানীয় সংবাদমাধ্যম উল্লেখ করেনি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু সফরের মাত্র তিনদিন আগে এ হামলার ঘটনা ঘটলো।

স্থানীয় নির্বাচনে প্রচারণার জন্য সেখানেও যাওয়ার কথা ছিল রয়েছে তার।

এর আগের সপ্তাহে গুলিতে জম্মু-কাশ্মিরে এক সৈন্য মারা যান।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।