ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে ইসরায়েলের বোমাহামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
দামেস্কে ইসরায়েলের বোমাহামলা

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের ইসরায়েলি জেট বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
 
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে সেনাবাহিনীর প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

ইসরায়েলি জেট বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ হামলা চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
 
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।  
 
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি জেট বিমান বিকেলে (সিরিয়া সময়) দামেস্কের দু’টি নিরাপদ স্থানে হামলা চালায়। এর মধ্যে একটি ডিমাস এলাকায়, অপরটি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর পার্শ্ববর্তী এলাকায়।  
 
বিবৃতিতে এ হামলাকে আগ্রাসন উল্লেখ করে বলা হয়, সরকার বিরোধীদের সহায়তার জন্য এ হামলা চালানো হয়েছে।
 
এদিকে, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, ডিমাস এলাকার পাশে কমপক্ষে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।   
 
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বাহিরের কোনো প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করবে না।
 
সিরিয়া ইসরায়েলের প্রতিবেশি রাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে ইসরায়েল অনেকবার সিরিয়ায় হামলা চালিয়েছে।
 
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।