ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৭

ঢাকা: ইয়েমেনের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দুইজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সরাসরি সামরিক কমপ্লেকে ঢুকে পড়েন।

হামলায় কমপক্ষে ৭জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সিইয়োন ঘাঁটিতে ওই হামলার পর গুলি ছোঁড়ার শব্দও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ধোয়া উঠতে দেখা গেছে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাকারীরা মূল ঘাঁটিতে পৌছার আগেই বিস্ফোরণ ঘটায়। সৈন্যরা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন।

এই ঘটনায় কমপক্ষে আরো ৮ জন আহত হয়েছেন। আল-কায়েদা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলা দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।