ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় দূষিত পানি পানে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
সোমালিয়ায় দূষিত পানি পানে ৫০ জনের মৃত্যু

ঢাকা: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দূষিত পানি পান করে অন্তত অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী মোগাদিসুর উত্তরাঞ্চলের জেলা ইয়াকশিদ’র ডেপুটি কমিশনারের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।



ওসমান মোহাম্মদ নামে ওই ডেপুটি কমিশনার জানান, ইয়াকশিদে সম্প্রতি দূষিত পানি পানের পর দেড় শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫০ লোকের মৃত্যু হয়েছে।

তবে, একেবারেই নতুন পরিশোধিত যন্ত্রে সরবরাহ করা পানি পানে কীভাবে এই গণপ্রাণহানি হলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ওসমান।

দূষিত পানি পানে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানান ইয়াকশিদ’র ডেপুটি কমিশনার।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।