ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ল্যান্ডমাইন অপসারণ

আফগানিস্তানে ১২ শ্রমিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
আফগানিস্তানে ১২ শ্রমিককে হত্যা

ঢাকা: আফগানিস্তানে ল্যান্ডমাইন অপসারণের কাজে নিয়োজিত ১২ কর্মীকে হত্যা করেছে তালেবান। শনিবার সকালে হেলমান্ড প্রদেশে বন্দুকধারীরা নির্মম এ হত্যাকাণ্ড চালায়।

গুলিতে আরো ১২ জন আহত হয়েছেন।

পুলিশ মুখপাত্র ফরিদ আহমেদ বলেন, তালেবান ল্যান্ডমাইন অপারেশন কাজে অতর্কিত হামলা চালায়। এতে ১২ জন শ্রমিক নিহত হন। পরে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৪ জঙ্গি নিহত ও তিনজনকে আটক করা হয়েছে।  

আফগানিস্তান বিশ্বের অন্যতম মাইন সমৃদ্ধ দেশ। অতীতে মাইন পরিষ্কার বা অপসারণ কাজেও তালেবান হামলা চালায়। গত এপ্রিলে লগার প্রদেশে তালেবান বন্দুকধারীরা ১২ জন শ্রমিককে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।