ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৬ ঘণ্টা জিম্মিদশা

সিডনিতে কমান্ডো হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
সিডনিতে কমান্ডো হামলায় নিহত ৩

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির চকলেট ক্যাফে কমান্ডো হামলায় এক জিম্মিকারীসহ (দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া/আইএস সদস্য) মোট তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন ব্যক্তি।

পাঁচজন চকলেট ক্যাফে থেকে মুক্ত হতে পেরেছেন।

সোমবার সকালে সিডনির একটি চকলেট ক্যাফে ইসলামিক স্টেটের জঙ্গিরা ১৭ জনকে জিম্মি করে। পরে ১৬ ঘণ্টা পর অস্ট্রেলীয় পুলিশ চকলেট ক্যাফেটি জঙ্গি মুক্ত করতে সক্ষম হয়।

নিহত জিম্মিকারীর নাম ম্যান হারুন মোনিস। তিনি ১৯৯৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তিনি মামলার আসামি ছিলেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এ হামলা ছিল ভয়াবহ। এই হামলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

আরো দুজন নিহত হওয়ার বিষয়ে দ্য নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের একজন নারী। তার বয়স ৩৪ বছর। অপরজনের বয়স ৩৮ বছর।

** ১৬ ঘণ্টা পর সিডনির জিম্মি সঙ্কটের অবসান

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।