ঢাকা: আমি একজন সৈনিক ও বার্তাবাহক। আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত নই, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্যাঙ্গালুরু সিভিল কোর্ট হলের বাইরে এক আইনজীবীর কাছে এভাবেই নিজের অবস্থান সম্পর্কে বলেন মেহেদি।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে ভারতে এক তরুণকে আটক করে পুলিশ।
২৪ বছর বয়সী মেহেদি মাসরুর বিশ্বাসকে ১২ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ মামলায় পুলিশ হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড দিয়েছে স্পেশাল জজ সোমরাজু। বৃহস্পতিবার কোর্ট রুমের বাইরে এক আইনজীবী তাকে জিজ্ঞেস করেন, আমি কেন এমন কাজ করলেন। বাবা-মায়ের সামনে এর জবাবে মেহেদি জানান যে এ কাজের জন্য তার কোনো পরিতাপ নেই।
পুলিশ বলছে, মেহেদি মাসরুর বিশ্বাস বেঙ্গালুরুতে একটি বহুজাতিক কোম্পানির প্রকৌশলী। ২০১১ সালে তিনি শহরে আসেন।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪