ঢাকা: ইসলামি দেশগুলোর সংস্থা-ওআইসি পাকিস্তানের পেশোয়ারে শান্তি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনে মুসলিম দেশ থেকে আগত দূত ও ওলামারা অংশ নেবেন।
পাকিস্তানের ডন অনলাইন এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। তবে কবে নাগাদ সম্মেলনটি হচ্ছে তা জানা যায়নি।
সম্প্রতি পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের হামলায় ১৩১ শিশুসহ কমপক্ষে ১৪২ জন নিহত হয়। মর্মান্তিক এ হামলার নিন্দা ও ঘৃণা জানিয়েছে বিশ্ববাসী। একইসঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।
শনিবার ওআইসি’র মহাসচিব আয়াদ আমিন মাদানি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাতাকের সঙ্গে বৈঠক শেষে শান্তি সম্মেলনের কথা জানান। বৈঠকে সংস্থাটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মাদানি পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলার নিন্দা জানান এবং হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বৈঠক শেষে মাদানি বলেন, ঘৃণ্য কাজের জন্য সন্ত্রসীদের পাকিস্তানি, মুসলিম এমনকি মানুষও বলা যায় না। তাদের প্রতি কোনো সহানুভূতি নয়।
তিনি বলেন, পেশোয়ারে হামলায় ওআইসি সদস্য দেশগুলোর শোক প্রকাশ করতেই এখানে এসেছি।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪