ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিধান সভার ভোট

ঝাড়খণ্ডে বিজেপি, কাশ্মীরে পিডিপি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
ঝাড়খণ্ডে বিজেপি, কাশ্মীরে পিডিপি এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে এখন চলছে ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীরের বিধান সভা নির্বাচনের ভোট গণনার কাজ। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভোট গণনার সর্বশেষ ফলাফল অনুযায়ী ঝাড়খণ্ডে বিপুল ব্যবধানে এগিয়ে আছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।

অপরদিকে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে পিডিপি।

ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত পিডিপি ৩২টি আসনে এবং বিজেপি ২৩টি আসনে এগিয়ে রয়েছে। পিডিপি জয়ী একটি আসনে এবং বিজেপি ২টিতে। পাশাপাশি, কংগ্রেস ১২টি এবং ন্যাশনাল কনফারেন্স ১০টি আসনে এগিয়ে। উল্লেখযোগ্য ভাবে সোনাওয়ার-এ ন্যাশনাল কনফারেন্স নেতা তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রায় ৪৭০০ ভোটে হেরে গিয়েছেন। এ পরিস্থিতিতে ভূস্বর্গে সরকার গড়বে কারা, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

এদিকে ঝাড়খণ্ডে ৩৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তাদের পরেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার স্থান। ২০টি আসনে এগিয়ে রয়েছে তারা। জিতেছে একটিতে। অন্য রাজনৈতিক দলগুলি এখনও দুই অঙ্কের সংখ্যায় উত্তীর্ণ হতে পারেনি।

গত ২৫ নভেম্বর জম্মু-কাশ্মীর এবং ঝাড়খণ্ডে শুরু হয় পাঁচ দফার ভোটগ্রহণ। ২০ ডিসেম্বর পঞ্চম দফা শেষে দেখা যায়, দুই রাজ্যেই ভোট পড়ার হার গত নির্বাচনের থেকে বেশ কয়েক শতাংশ বেড়েছে। ভোটের আগে থেকেই জম্মু-কাশ্মীরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন নির্বাচন বয়কটের ডাক দেয়। শুধু তাই নয়, ভোট চলাকালীন রাজ্যের কয়েকটি জায়গায় জঙ্গি হামলাও চালানো হয়। তাতে নিহত হন নিরাপত্তা বাহিনীর কর্মীরা ছাড়াও বেশ কয়েক জন সাধারণ মানুষ। পাল্টা আক্রমণে কয়েক জন জঙ্গিও মারা যায়। এমন পরিস্থিতিতেও রাজ্যে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। কাশ্মীরের পাশাপাশি ঝাড়খণ্ডেও মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেয়। ভারতীয় নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, দুই রাজ্যে প্রায় ৬৫ শতাংশের উপরে ভোট পড়ে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।