ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৮ ছবি: সংগৃহীত

ঢাকা: বাগদাদের দক্ষিণে আত্মঘাতী হামলায় সেনাসহ ৩৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।



কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

সংবাদমাধ্যম জানায়, বাগদাদের দক্ষিণে মাদানে সরকার সমর্থিক বাহিনীর সদস্যরা বেতন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আত্মঘাতী হামলা চালালে ৩৮ জন নিহত হন।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।