ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বছরে ৬০ কোটি ডলার লেনদেন ফার্কের

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বছরে ৬০ কোটি ডলার লেনদেন ফার্কের ছবি: সংগৃহীত

নাম: ফার্ক
বার্ষিক লেনদেন: ৬০ কোটি ডলার
অঞ্চল: কলম্বিয়া
অর্থের উৎস: মাদক উৎপাদন ও চোরাচালান, অপহরণ ও মুক্তিপণ, প্রাকৃতিক সম্পদ (বিশেষত সোনার খনি) চাঁদা ও কর।
লক্ষ্য ও উদ্দেশ্য: পুজিঁবাদী শাসকদের পতন ঘটিয়ে মার্ক্সবাদী সমাজতন্ত্রের প্রতিষ্ঠা।



৫০ বছর ধরে লড়াই চালিয়ে আসা কলম্বিয়ার গেরিলা সংগঠন বিপ্লবী সশস্ত্র বাহিনী (রেভোলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-ফার্ক) দেশটির ৩০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রক। সম্প্রতি অনেক জ্যেষ্ঠ নেতা নিহত হওয়ার পর ফার্ক শক্তি খোয়ালেও এখনও এটিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্ববৃহৎ গেরিলা সংগঠন মনে করা হয়।

পাহাড়ি ও জঙ্গল এলাকায় সংগঠনটির তৎপরতা বেশি বলে তাদের অপরাধের সাবলীলতাও বেশি। একটি জরিপ মতে, বিশ্বের কোকেইন ব্যবসার ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করে ফার্ক। কেবল মাদক ব্যবসা করেই ফার্ক প্রতিবছর ৫০ কোটি ডলার আয় করে। এর বাইরে অপহরণ ও মুক্তিপণ এদের আয়ের অন্যতম প্রধান উৎস।

ফার্ক অপহরণ করে বিশেষত শিল্পপতি কিংবা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে। একটি জরিপ মতে, ফার্ক ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬৮০০ লোককে অপহরণ করে।

এছাড়া, প্রাকৃতিক সম্পদের (বিশেষত সোনার খনি) অবৈধ উত্তোলন, চাঁদাবাজি প্রভৃতি মিলিয়ে কয়েক কোটি ডলার আয় করে সংগঠনটি।


জানুন চতুর্থ ধনাঢ্য সন্ত্রাসী গোষ্ঠীর তথ্য:
বছরে ৫০ কোটি ডলার লেনদেন হেজবুল্লাহর





বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।