ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

ঢাকা: চীনের দক্ষিণাঞ্চলীয় ফোসানের একটি অটো পার্টস কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির ওই কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কারখানার দেয়াল ও ছাদ ধসে পড়ে।

বিস্ফোরণে কারখানাটির পাশে অবস্থিত আরেকটি গ্লাস কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।