ঢাকা: ‘ছুটি’ নিয়েছিলেন ২৪ বছর আগে, দীর্ঘ সময় আর কর্মস্থলে না ফেরায় অবশেষে চাকরিচ্যুত হলেন ভারতের কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের এক সহকারী নির্বাহী প্রকৌশলী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ কে বার্মা নামে ওই প্রকৌশলীকে বরখাস্ত করার কথা জানায় দেশটির কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়।
জানা যায়, ১৯৯০ সালে গণপূর্ত বিভাগে যোগ দেওয়ার পর ‘ছুটি’ নিয়েছিলেন এ কে বার্মা। ব্যস, নাজুক আমলাতান্ত্রিকতাকে ফাঁকি দিয়ে দু’যুগ কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকেছেন তিনি।
নগর উন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু ওই প্রকৌশলীকে বরখাস্ত করার নির্দেশ দিয়ে দেশের আমলাতান্ত্রিক ফাঁক-ফোকর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি গণপূর্ত বিভাগ ও অন্যান্য বিভাগে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন।
২০১২ সালে হংকংভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত এক সমীক্ষায় বলা হয়, ভারতের আমলাতান্ত্রিকতা এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে নাজুক।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫