ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নবাব বুগতি হত্যাকাণ্ডে অভিযুক্ত পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
নবাব বুগতি হত্যাকাণ্ডে অভিযুক্ত পারভেজ মোশাররফ সংগৃহীত

ঢাকা: বালুচ জাতীয়তাবাদী নেতা নবাব আকবর আলি বুগতি হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পাকিস্তানি স্বৈরশাসক পারভেজ মোশাররফকে অভিযুক্ত করেছে পাকিস্তানের কোয়েটার একটি আদালত।

একই আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও এবং সাবেক প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানিকে অভিযুক্ত করেছে।


 
বুধবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়। তবে  শুনানির সময় আদালতে উপস্থিত হওয়া থেকে মোশাররফের রেহাই পাওয়ার ব্যাপার আবেদন করেন তার আইনজীবীরা।

আইনজীবীরা জানায়, মোশাররফের পিঠে ব্যথা। এ জন্য তার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয়।

তবে আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠনের আদেশ দিয়ে বলেছে, একমাত্র মেডিক্যাল বোর্ডের মতামতের ভিত্তিতেই মোশাররফকে হাজিরা থেকে অব্যাহতি দেয়া যেতে পারে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ ফেব্রুয়ারি।

২০০৬ সালে বেলুচিস্তানে সামরিক বাহিনীর হাতে নিহত হন বালুচ স্বাধীনতা আন্দোলনের নেতা নবাব আকবর খান বুগতি। পারভেজ মোশাররফ ওই সময় দেশের প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুযারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।