ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন

ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন। দীর্ঘদিন ধরে আলঝেইমারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

তার পরিবার এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।

সাবেক বণিক-নাবিক ও টনি ব্লেয়ারের নিউ লেবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি জন প্রেসকট বৃহস্পতিবার ৮৬ বছর বয়সে একটি কেয়ার হোমে “শান্তিপূর্ণভাবে” মারা যান বলে জানায় তার পরিবার।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা টনি ব্লেয়ার তার সাবেক ডেপুটিকে শ্রদ্ধা জানিয়ে তাকে “অসাধারণ স্পষ্টভাষী” হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ রাজনীতিতে তার মতো আর কেউ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

বিবিসির টুডে প্রোগ্রামে ব্লেয়ার বলেন, প্রেসকট, যিনি তার দৃঢ় ও বাস্তবধর্মী রাজনীতির ধরনের কারণে পরিচিত ছিলেন। তার ছিল এক “দারুণ স্বাভাবিক প্রবৃত্তি। তার জন্য অগাধ ও আন্তরিক ভালোবাসা ছিল।

শ্রমিকশ্রেণি নিয়ে গর্ব করা ট্রেড ইউনিয়ন নেতা প্রেসকটকে অনেকেই লেবার পার্টির ঐতিহ্যবাদী সদস্য এবং ব্লেয়ারের সংস্কারপন্থী নিউ লেবারের মধ্যে সেতুবন্ধনকারী হিসেবে দেখতেন।  

প্রেসকট ১৯৩৮ সালের ৩১ মে ওয়েলসের প্রেস্টাটিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন রেলওয়ে সিগনালম্যান ও এক গৃহকর্মীর পুত্র, যিনি শ্রমিক আন্দোলনের মাধ্যমে তার সাধারণ জীবন থেকে উঠে এসেছিলেন।

তিনি অক্সফোর্ডের রাসকিন কলেজে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। পরে ব্লেয়ারের দশকব্যাপী শাসনামলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।