ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের হুমকি’ মোকাবিলায় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। কদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নৌকায় হামলা চালায়।
সোমবার এক টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আজ আমরা আলোচনা শুরু করেছি যেন যুক্তরাষ্ট্র হামলা চালালে আমাদের জনগণকে রক্ষা করা যায়, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।
ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, মাদুরো একটি আদেশে সই করেছেন। এতে তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে বিশেষ ক্ষমতা দিয়েছেন। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আক্রমণ করার সাহস দেখায়, তবে তিনি এই ক্ষমতার মাধ্যমে প্রতিরক্ষা ও নিরাপত্তার কাজ চালিয়ে যেতে পারবেন।
এই আদেশ অনুযায়ী, মাদুরো পুরো দেশে সেনা মোতায়েন করতে পারবেন। এর মাধ্যমে সামরিক বাহিনীকে জনসেবা ও তেল শিল্পের ওপর কর্তৃত্ব দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ স্টেলথ ফাইটার মোতায়েন করেছেন, পাশাপাশি পুয়ের্তো রিকোতে আরও এফ-৩৫ পাঠানো হয়েছে।
ট্রাম্প বহুবার প্রকাশ্যে দাবি করেছেন, অবৈধ মাদকের প্রবেশ রোধে যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। জাতিসংঘ ও মার্কিন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কোকেইন প্রবেশের মূল উৎস ভেনেজুয়েলা নয়।
আরএইচ