ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক আবাসিক বিদ্যালয়ের ভবন ধসে কমপক্ষে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত মোট ১০২ জনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাণ গেছে তিনজনের।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবন ধসের পর এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর ৯১ জন নিজ উদ্যোগে বাইরে আসতে সক্ষম হয়েছেন।
সংস্থার তথ্যে বলা হয়েছে, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বর্তমানে ঘটনাস্থল পর্যবেক্ষন, ভবনের অবশিষ্ট অংশের স্থিতিশীলতা পর্যবেক্ষণ, এবং আটকে পড়াদের উদ্ধারে নিরাপদ পথ তৈরি— এসব কাজকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই দুর্ঘটনা নির্মাণ নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দিয়েছে।
আরএইচ