ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা

জেরুজালেম: গাজা ভিত্তিক জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে চারটি রকেট ছুঁড়েছে। সপ্তাহের শেষে এ ঘটনা ঘটে বলে রোববার এক সেনা মুখপাত্র জানান।

তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরে ইসরায়েলের দক্ষিণে এ পর্যন্ত ৯০টি রকেট বা মর্টার ছোঁড়া হয়েছে বলেও জানান এই মুখপাত্র । উল্লেখ্য, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ড থেকে প্রায় নিয়মিতভাবে রকেট ছোঁড়ার জবাবে ২০০৮ সালের ডিসেম্বরে ইসরায়েল গাজায় এক বিধ্বংসী হামলা চালায়। ২২ দিনের এ যুদ্ধে প্রায় এক হাজার ৪শ’ ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি নিহত হন।

এদিকে যুদ্ধ সমাপ্তির প্রায় এক বছর নীরব থাকার পর সম্প্রতি গাজার জঙ্গিরা আবারও আন্তঃসীমান্ত রকেট হামলা শুরু করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।