ঢাকা: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের নামাজে জানাজা শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সম্পন্ন হবে।
রাজধানী রিয়াদে রাষ্ট্রীয়ভাবে এ জানাজার আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির রয়্যাল কোর্ট।
এ জানাজায় অংশ নেবেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি, জর্দানের বাদশাহ আব্দুল্লাহসহ বিশ্ব নেতারা।
ইতোমধ্যে সৌদি আরবের সংস্কারক খ্যাত আব্দুল্লাহর প্রয়াণে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশসহ বিশ্ব নেতারা।
শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর ঘোষণার আগে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনে কুরআনের আয়াত পাঠ প্রচার করা হয়, যার মাধ্যমে রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ ও সম্মানীয় ব্যক্তির মৃত্যু করে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন। এজন্য কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০০৫ সালে রাজসিংহাসনে আরোহণ করা এই ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।
বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ওই ঘোষণায় জানানো হয়েছে। বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।
রাষ্ট্রীয় ঘোষণায় আরো জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী প্রিন্স সালমান নতুন বাদশা হওয়ায় নতুন ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫