ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দু’হাজার নারী কয়েদী মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
দু’হাজার নারী কয়েদী মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য ছবি: সংগৃহীত

ঢাকা: শিগগিরই প্রায় দু’হাজার নারী কয়েদীকে মুক্তি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। এমনটিই জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী সিমন হিউজেস।



তিনি বলেন, কারাগারে চাপ কমাতেই অর্ধেক সংখ্যক নারী কয়েদীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পুরুষ কয়েদীদের তুলনায় নারী কয়েদীদের ভিন্ন চোখে দেখা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

বিচারমন্ত্রী সিমন হিউজেস বলেন, ২০ বছরের এক তরুণী কয়েদীর সঙ্গে কথা বলে জানতে পারি, সে জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছে। এ অবস্থায় তাকে কারাগারে আটকে রাখা অমানবিক।

এ ধরনের কয়েদীদের অনুতাপ এবং সম্ভাবনার কথা মাথায় রেখেই মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি নারী কয়েদীদের মুক্তি দেওয়ার বিষয়ে যুক্তি দিয়ে বলেন, খুব কম নারী কয়েদী’ই রয়েছেন যারা গুরুতর সহিংসতার দায়ে কারাবন্দি। আমরা তাদের মুক্তির ব্যাপারেই ভাবছি, যারা সমাজের জন্য তেমন ক্ষতিকর নয়।

ইংল্যান্ড এবং ওয়ালেসের কারাগারে তিন হাজার আটশ’ নারী কয়েদী রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।