ঢাকা: পাকিস্তানের শিকারপুরে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫৫ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুর জেলার ইমামবরগাহ মসজিদে জুমার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মসজিদটি শিকারপুরের লাখী দ্বার এলাকায় অবস্থিত। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী সারজীল ইনাম মেমোনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, মসজিদের ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন মানুষ এখনও আটকে আছেন। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
আহতদের স্থানীয় শিকারপুর সরকারি হাসপাতাল এবং পাশ্ববর্তী জেলা শুক্কুর ও লারকানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন শিকারপুর সরকারি হাসপাতালের সুপারিনটেনডেন্ট শওকত মেমোন।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
গত ১০ জানুয়ারি রাওয়ালপিণ্ডির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় সাত জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫/আপডেট: ১৮০৫