ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা গান্ধীজীর আদর্শে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা গান্ধীজীর আদর্শে আঘাত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা মহাত্মা গান্ধীর আদর্শকে আঘাত করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’র একটি অনুষ্ঠানে ২৫ মিনিটের একটি ভাষণের মধ্যে তিনি এ মন্তব্য করেন।



ঐতিহাসিকভাবে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়ে আসছে। অনুষ্ঠানটিতে শতাধিক দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০০ অতিথি যোগ দিয়ে থাকে।

বক্তৃতার এ পর্যায়ে ওবামা ভারতকে বৈচিত্র্যময় সৌন্দর্যের আঁধার বলে অভিহিত করেন।

তিনি বলেন, কয়েক বছর আগেও সেখানে এক ধর্ম ও বিশ্বাসের মানুষ অন্য ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য হুমকি ছিল।

ধর্মীয় এই অসহিষ্ণুতা গান্ধীজীর আদর্শকেই আঘাত করে, যিনি অসাম্প্রদায়িক ভারতের স্বপ্ন দেখেছিলেন।

ধর্মীয় গোঁড়ামি কোন গোষ্ঠীর মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। বরং তা মানুষকে অপরাধ প্রবণতার দিকেই নিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তানের স্কুল থেকে প্যারিসের রাস্তা পর্যন্ত সব সহিংসতাই কোন একটা বিশ্বাস প্রতিষ্ঠার নিমিত্তে। কিন্তু তারা তাদের বিশ্বাসের সঙ্গেই প্রতারণা করছে।
অনুষ্ঠানটি তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।